দেখো আমিও বদলে গেছি
# দেখো_আমিও_বদলে_গেছি ..! ডিপ্রেশন জয় করার গল্প ফিরে আসার গল্প কয় মাস আগে সময়টা খুবই খারাপ ছিল আমার জন্য..! জীবনের একটা কালো অধ্যায় ছিল..! অনেক গুলো বাধার সম্মুখীন হই..! এক সাথে অনেক গুলো ঘটনা ঘটে আমার সাথে, যার কারণে জীবন পুরোটা এলো মেলো হয়ে যায়..! কোন কিছুতেই মন নেই..! না কাজে, না পড়াশুনায় ..! মনে হচ্ছিল এখানেই সব শেষ...! সব কিছু থেকে দূরে ছেড়ে চলে গিয়েছিলাম..! এখনো দূরেই..! তবে বেশি দূরে আর নেই..! ডিপ্রেশন, অনিদ্রা ভেতরে একটা হাহাকার কাজ করতো..! যারা আমার সাথে অনেক বছর ধরে আছেন বা অনেক কাছ থেকে দেখেছেন তারাই কেবল জানেন..! একটা সময় সব কিছু ছেড়ে দিলাম..! তারপর শুরু থেকে আবার সব শুরু করলাম..! আস্তে আস্তে নিজেকে ঠিক করার মিশন শুরু করলাম..! এবং এখন পর্যন্ত আমি সফল..! অনেকটাই রিকভার হয়ে গিয়েছি..! আসলে মানুষের নেশাটা, মাদকের চেয়েও ভয়ংকর..! ------- ডিপ্রেশন থেকে মুক্তি পেতে হলে আমি যে সকল সাজেশন দিবো..! ডিপ্রেশন অনেকটাই চুইংগামের মত, চিবাইতে চিবাইতে তেতো হয়ে যায় । আর আমাদের সমস্যা হলো আমরা সেই তেতো চুইংগামটাই চিবাইতে থাকি চিবাইতে থকি এবং চিবাইতে থাকি...! তাই সর্ব প্রথম থুঃ...
Comments
Post a Comment