''একজন ছেলে একজন মেয়ের প্রতি কিংবা একজন মেয়ে একজন ছেলের প্রতি দুর্বল হতেই পারে''

একজন ছেলে একজন মেয়ের প্রতি কিংবা একজন মেয়ে একজন ছেলের প্রতি দুর্বল হতেই পারে, এটি একটি স্বাভাবিক ঘটনা । এটা এবার দীর্ঘ দিনের পরিচয়েও হতে পারে কিংবা খুব অল্প দিনের ।
সকাল-বিকেল, সন্ধ্যা-রাত সব সময় কথা বলা । মাঝে মধ্যে একটু দেখা করা । হঠাৎ বাসায় নিচে গিয়ে অপেক্ষা করা । সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বার বার নক দেওয়া । এই সব গুলোর মঝে একটা সময় attachment হয়ে যায়, attachment থেকে ভালোলাগা তার পর ভালোবাসা তারপর যে কত রকমের ইতিহাস রচনা হয় তা বলে শেষ করা যাবে না ।
তবে ইতিহাস ঘেটে ব্যর্থতার গল্পই বেশি পাওয়া যায় ।


তাই আমাদের উচিৎ যখন attachment থেকে ভালোলাগার বিষয়টা চলে যাচ্ছে তখনি আগেবটাকে নিয়ন্ত্রণ করে বিবেককে কাজে লাগিয়ে সব কিছু করা , তাকে নিজের মত করে যাচাই করা, অাদৌ সে নিজের জন্য ঠিক হবে কিনা তা বিবেচনা করা । সেই মানুষটা আপনাকে কতটুকু বোঝে তা দেখা, সে মানুষটার ব্যক্তিত্ব আপনার সাথে যায় কিনা তা ভেবে দেখা..!
যদি সব কিছু ঠিক থাকে তাহলে এগিয়ে যান.!
তবে যদি ঠিক না থাকে দেয়াল তৈরি করে কেটে পড়ুন..!
কারণ মানুষের নেশাটা খুবই প্রখর, মানুষের নেশা কাটাতে হাজার নেশার প্রয়োজন হয় । তবুও নেশা কাটে না..!

Comments

Popular posts from this blog

দেখো আমিও বদলে গেছি

War for the Planet of the Apes