''অনেক বছর পর সে এই চেনা নগরীতে''
অনেক বছর পর সে এই চেনা নগরীতে, অনেক বছর আগের একটা চেনা ফোন নম্বর থেকে কল..! রিসিভ করার পর ওপাশ থেকে হ্যালো...! হুম কে বলছেন ? আমি হুম বলো আজকে তোমার সাথে দেখা করবো, তোমার বাসার সামনে আসব । ইচ্ছা...! আসতে পারো...! সকালে ফোন করে ছিল, সকাল গড়িয়ে বিকেলে বিকেল গড়িয়ে রাত..! রাত হবার পর ভাবলাম সে আর আসবে না, তাই তাকে কথা শুনানোর জন্য কল দিলাম.! ও রিসিভ করলো, তিরস্কার করে বললাম, কি তুমি নাকি আসবা..? ও ভারী কন্ঠে বলল, হ্যাঁ এখনি আসছি । রাত ১১ টা বাসা থেকে বেড় হলাম, বেড় হবার সময় মা জিজ্ঞেস করছিল কিরে এই সময় কোথায় যাচ্ছিস..? -সে আসছে তাই নিচে যাচ্ছি, মা ঠিক বুঝলোনা, কে আসছে ৷ নিচে নেম আমাদের পুরোনো বাড়িটির সামনে দাড়ালাম, হঠাৎ বা দিকে দেখলাম দূর থেকে সে হেটে আসছে, পরনে লাল পাড়ের বেগুনী রঙের জামদানী, খোলা চুল, হাতে একটা বড় ব্যাগ, ছোট্ট দুইটা বাচ্চাদের খেলনা বেলুন আর মুখ ভরা গভীর গাম্ভীর্য্য । সে আসলো আমার থেকে কিছু দূরে দাড়িয়ে রইলো ৷ দু'জনই চুপ কোনো কথা নেই! একটা সময় তার হাত ফস্কে তার ব্যাগটা পড়ে গেলো, ব্যাগ থেকে একটা আকাশী রঙের ব্লেজার বেড় হলো । মনে মনে বলছিলাম, কেন জানি মনে